সারাদেশ

চিনিকল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত 

নিজস্ব প্রতিবেদক : চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে পাবনা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও রংপুরের শ্যামপুরে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রেখেছেন।

প্রতিদিনের ন্যায় সোমবার (৭ ডিসেম্বর) সকালেও এ কর্মসূচি পালন করছেন তারা।

প্রতিনিধিদের পাঠানো সংবাদগুলো তুলে ধরা হলো-

পাবনা : পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছেন আখচাষি ও শ্রমিক কর্মচারীরা। সকাল ১০টায় মিলের সামনের মহাসড়ক অবরোধ করে শ্রমিক-কর্মচারীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। পরে বিক্ষুব্ধরা বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্পের চেয়ারম্যান সনদ সাহার কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশে বক্তব্য দেন, পাবনা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী ডিলু প্রমুখ।

বক্তারা সমাবেশে বলেন, চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক-কর্মচারীদের ৬ মাসের বকেয়া বেতন দেওয়ার দাবি জানান। কৃষকবান্ধব সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

পঞ্চগড়: চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। সকাল ১১টায় পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিক-কর্মচারীরা। পরে ফটকের সামনে ২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন তারা।

পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মো. নবী হাসেনসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় তারা বলেন, আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ৯ তারিখে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে। অবিলম্বে ১৫ ডিসেম্বরের মধ্যে চিনিকল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৫ দফা দাবিতে মিল চত্বরে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মিলগেটে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এরপর আখচাষিদের সঙ্গে নিয়ে মিল এলাকায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারীরা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলি, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন প্রমুখ।

এ ছাড়া রংপুরের শ্যামপুরে চিনিকলের সামনে বিক্ষোভ করেন শ্রমিক-কর্মচারীরা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।...

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয...

চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া, দেশজুড়ে শোকের ছায়া

চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। তাঁর এ মৃত্যুতে দেশজুড়ে বইছে শোকের ছা...

মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যাত্রা শুরু হলো ইনোভেশন মডেল স্কুলের

কুষ্টিয়ার মিরপুরে ‘প্রাইভেট ও কোচিংমুক্ত’ শিক্ষা এবং আধুনিক প্রযু...

ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠির জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা