সারাদেশ

ববি শিক্ষার্থীরা পাচ্ছেন স্মার্ট আইডি কার্ড ও স্বল্পমূল্যে ইন্টারনেট

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি এবং স্মার্ট আইডি কার্ড প্রদান কার্যক্রম আবারও শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য সিম প্রদানের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাকক্ষে এসব কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় তিনিট বিভাগের বিভাগীয় চেয়ারম্যানদের হাতে ই-মেইল আইডি এবং স্মার্ট আইডি কার্ড তুলে দেন উপাচার্য। স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদান করতে চুক্তি সম্পন্ন হয় গ্রামীণফোনের সঙ্গে।

বৃহস্পতিবার মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও সিএসই বিভাগের চেয়ারম্যানদের হাতে ই-মেইল আইডি প্রদান করা হয়েছে।

পর্যায়ক্রমে বাকি বিভাগের শিক্ষার্থীদেরকেও প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রদান করা হবে। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বর বিভিন্ন দেশের সঙ্গে একাডেমিক যোগাযোগ ও গবেষণা কার্যক্রম সুচারুরূপে চালিয়ে যেতে পারবে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানদের হাতে শিক্ষার্থীদের প্রদানের জন্য স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের শিক্ষার্থীদেরকে স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছিল। বাকি বিভাগের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের কার্যক্রম পুনরায় বৃহস্পতিবার থেকে শুরু হলো।

ওদিকে বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গ্রামীন ফোনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্মাক্ষরিত হয়।

চুক্তির আওতায় গ্রামীনফোন ববির শিক্ষার্থীদেরকে সল্পমূল্যের ইন্টারনেট সুযোগসহ সিম প্রদান করবে।

যার মাধ্যমে শিক্ষার্থীরা ২১০ টাকায় ৩০দিন মেয়াদে ৩০জিবি ইন্টারনেট এবং ৯৯ টাকায় ৩০দিন মেয়াদে ১০জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্টার, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং গ্রামীন ফোনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা