সারাদেশ

বেতন না দিয়ে পালানোর সময় কারখানার পরিচালক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় কারখানাটির পরিচালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর রূপনগর থানার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিংয়ের ১ নম্বর রোডের ৪০ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১০ নভেম্বর বকেয়া পাওনা আদায়ের জন্য ভুক্তভোগী শ্রমিকদের পক্ষে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মরিয়ম বেগম (৩৭)। তিনি কুমিল্লার দেবীদ্বার থানা এলাকার মোসাদ্দেক মোবারক আলীর স্ত্রী। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে অবস্থিত অমর ফ্যাশন লিমিটেড কারখানার স্বত্বাধিকারী। কারখানাটিতে মোসাদ্দেক এমডি ও মরিয়ম হোসেন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রমিকরা অভিযোগ করেন, কারখানাটির ৬৯ জন শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া রেখে প্রস্তুত করা শিপমেন্টের কাপড় রপ্তানি করে ২১ লাখ টাকা আয় করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই সেই টাকা মালিকপক্ষ নিজেরাই ভাগ করে নেয়।

এ ঘটনায় শ্রমিকরা নিজের পরিশ্রমের টাকা না পেয়ে তিন মাস ধরে কষ্টে জীবনযাপন করছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, শ্রমিকদের দায়ের করা মামলায় কারখানার পরিচালককে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা