নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, “মানবিক কাজে পুলিশকে অগ্রনী ভূমিকা রাখতে হবে। খারাপ কাজকে জায়েজ করার চেষ্টাকারীদের বরদাস্ত করা হবে না।”
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “অনৈতিক চিন্তা লালন করে ‘গোজামিল’ দিয়ে পুলিশ বাহিনীতে থাকার দিন শেষ। বিবেক জাগ্রত করে প্রতিটি পুলিশ সদস্যকে সমাজ সেবার ব্রত নিয়ে জনবান্ধব সেবায় এগিয়ে আসতে হবে।”
মামলা তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে সে বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিখুঁত দৃষ্টি রাখতে হবে। জনগণের সাহায্য-সহযোগিতা নিয়ে মানবাধিকার ক্ষুন্ন না করে নির্ভেজাল আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ দমন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে।”
সভার শুরুতেই ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া বিএমপির সিনিয়র সহকারী কমিশনার আনিসুল করিমকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। কল্যাণ সভা শেষে বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অবসর জনিত বিদায় গ্রহণকারী সদস্যদের বিদায় সংবর্ধনা জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ কমিশনার মোঃ জুলফিকার আলি হায়দার, আবু রায়হান মুহাম্মদ সালেহ্, মোঃ মোকতার হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মোঃ খাইরুল আলম, খাঁন মুহাম্মদ আবু নাসের প্রমূখ।
সান নিউজ/এমএইচ/এস