সারাদেশ

ঢাকায় বাসে আগুন  দেয়ার ঘটনায় খুলনার যুবদলের তিন নেতা আসামি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : রাজধানীতে বাস পোড়ানোর মামলার খুলনা মহানগর যুবদলের তিন নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবির।

কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকা সংশ্লিষ্ট নেতারা বলেন ঘটনার দিন তারা খুলনা ও যশোরে দলের কর্মীসভা এবং মায়ের চিকিৎসার কাজে ব্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ ও পল্টন ভাটারাসহ বিভিন্ন থানায় বাস পোড়ানোর অভিযোগে পুলিশের পক্ষ থেকে মোট ১৩ টি মামলা করা হয়। এসব মামলায় আসামি দেড় শতাধিক। মামলার আসামী অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী। পল্টন থানার মামলায় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, ভাটারা থানার মামলায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং মতিঝিল থানার মামলায় কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবিরকে আসামী করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু বলেন, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বানোয়াট।সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এসব মিথ্যা মামলা দিয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় যে সময় বাসে আগুন দেয়া হয় তখন আমি ও খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবির অতিথি হিসাবে যশোরের বিভিন্ন উপজেলার কর্মীসভায় উপস্থিত ছিলাম, যা পরেরদিন খুলনা ও যশোরের বিভিন্ন পত্র-পত্রিকার নিউজে পাওয়া যাবে। এছাড়া যশোরে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের সিসিটিভি ফুটেজ ও হোটেল বুকিংয়ের কাগজপত্র যাচাই করলেও বিষয়টি পরিস্কার হয়ে যাবে।”অন্যদিকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন মায়ের অসুস্থতার জন্য তিনি খুলনা ছেড়ে কোথাও যাননি বলে দাবী করেন।তিনি বলেন তার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। তিনি ঘটনার দিন খূলনাতেই অবস্থান করছিলেন বলে জানান। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল ঢাকায় বাসে আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা