সারাদেশ

আকবরকে গ্রেপ্তারের দাবিতে সিলেটের ব্যবসায়ীদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তারের দাবিতে ৯ দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। আলোচিত রায়হান হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত তিনি।

গত ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে আখালিয়া নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ (৩৪) ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। পুলিশ শুরুতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত বলে চালিয়ে দিতে চাইলেও রায়হানের স্ত্রী তান্নি পরদিন পুলিশ হেফাজতে হত্যার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এরপর আকবরসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পালিয়ে যান প্রধান অভিযুক্ত আকবর। এখনো তিনি লাপাত্তা।

বর্তমানে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল সিলেট। প্রায় প্রতিদিন প্রচুর সংগঠন মানববন্ধন প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল করছে। এসব কর্মসূচির মাধ্যমে আকবরকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়ে উঠলেও তার নাগালই পাচ্ছে না প্রশাসন।

রোববার ছেলেকে যেখানে নির্যাতন করা হয় সেখানেই সপরিবারে অনশনে বসেছিলেন রায়হানের মা সালমা বেগম।

আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় পথে নামেন সিলেটের ব্যবসায়ীরাও। সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

তারা আবারও বিক্ষোভ মিছিল-মানবন্ধন করার কথা থাকলেও ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তারা। এরমধ্যে আকবরকে গ্রেপ্তার করা না হলে পরে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আবারও গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা জনগণের টাকায় বেতন দিয়ে কোনো খুনি পুলিশ পুষতে চাই না। দুর্নীতিবাজ খুনি এসআই আকবর ও অন্যান্য পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিত করুন। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা