গাজীপুরের বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সাভারের বাইপাইল অঞ্চল। কম্পনের মাত্রা কম হলেও স্থানীয়ভাবে অনুভূত হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার ভোরে স্বল্প সময়ের জন্য দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের অনুভূতি পাওয়া যায়। ওই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকা সহ সারা দেশ কেঁপে ওঠে। এতে এক শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।
সাননিউজ/আরপি