ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবু বক্কর সৌদি প্রবাসী। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানীপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।
বারো দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন। এ দুর্ঘটনায় তুহিন (২৩) নামে অপর একজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারীর পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি মহম্মদপুরের দিকে যাচ্ছিল। মহম্মদপুর ব্রিজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবু বক্করের মৃত্যু হয়। আহত তুহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি পাশের উপজেলায় ঘটেছে। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি, তাই লাশ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
সাননিউজ/আরপি