বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপপরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাদারীপুরে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত প্রায় সাড়ে ১০টার দিকে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকার একটি আবাসিক হোটেল ‘রয়েল রেস্ট হাউস’ থেকে তাকে উদ্ধার করা হয়।
রবিবার সৈয়দ নাইম রহমান পুরান বাজারের রয়েল রেস্ট হাউসে ওঠেন এবং তিনি বলেছিলেন যে, তার একটি চাকরির পরীক্ষা রয়েছে। তিনি দুই থেকে তিন দিন সেখানে থাকার পরিকল্পনা করেছিলেন এবং অগ্রিম ভাড়াও পরিশোধ করে যান।
দেশব্যাপী তার নিখোঁজ হওয়ার সংবাদে আলোড়ন সৃষ্টি হয়। মঙ্গলবার রাতের দিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
সৈয়দ নাইম রহমান হোটেলের রেজিস্টারে ঢাকার মিরপুরের পল্লবী এলাকার ঠিকানা ব্যবহার করেছেন এবং বাবার নাম লিখেছেন সৈয়দ মোস্তাফিজুল রহমান।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানিয়েছেন, রবিবার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগদানের পর দুপুর ১২টার দিকে অফিস থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
পুলিশ সুপার আরও জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাদারীপুরের ওই আবাসিক হোটেল থেকে নিখোঁজ কর্মকর্তা নাইম রহমানকে উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাইম রহমানকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে বুধবার ঢাকার মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সাননিউজ/আরপি