সারাদেশ

ধর্ষণের প্রতিবাদে খুকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করে তিনি সকল ধর্ষণকারীর সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন এবং তার প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিরুল হক শিলং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আশিকুল আলম, সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান, ড. তসলিম হোসেন, প্রভাষক ডাঃ শাহাবুদ্দিন আহমেদ, প্রভাষক তপতী রায়, শিক্ষার্থী পিয়াল রায় ও শামিমা বর্ষা, প্রশাসনিক কর্মকর্তা ফোরকান আহমেদ রনিসহ অন্যান্যরা।

এসময়ে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে, যা কোন সভ্য সমাজে কাম্য নয়। এসবের প্রতিরোধে দলমত নির্বিশেষে ধর্ষকদের দ্রুত বিচার সম্পন্ন করা, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ধর্ষক পাওয়া মাত্রই তাদেরকে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চিরতরে ধর্ষণ নিমূর্লের লক্ষ্যে ধর্ষণকারীর শাস্তি যাবজ্জীবন কারাদন্ডের পরিবর্তে ফাঁসি দেওয়ার যে অভিপ্রায় ব্যক্ত করেছেন সে সিদ্ধান্তকে সকল বক্তারা সাধুবাদ জানান। পাশাপাশি বক্তারা ধর্ষণের শাস্তি যেন দ্রুত বিচার ট্রাইবুনালের আওতায় এনে কার্যকর করা হয় সে ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

তাছাড়া সমাবেশে শিশুকাল থেকেই সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার উপরও গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ধর্ষণ আইন পুনঃবিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সাতদফা দাবি পেশ করা হয়।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা