নিনা আফরিন, পটুয়াখালী : জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সাগরকন্যা খ্যাত দক্ষিনের জেলা পটুয়াখালীতে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
আরও পড়ুন : কিশোরগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
জেলা জামায়েতের সভাপতি এডভোকেট নাজমুল আহসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর জামায়াত দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধূরী। দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো বিশাল পরিসরে এ মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মাহফিলের আয়োজক কমিটি জানায়, বরিশাল বিভাগের একমাত্র মাহফিলটি পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে কমপক্ষে প্রায় ১০ লাখ মানুষের আগমন ঘটবে। কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠ ছাড়াও আরো ৯টি মাঠসহ মোট ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে মুসল্লিদের জন্য। এর মধ্যে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রয়েছে আবদুল হাই বিদ্যানিকেতন, হাউজিং স্টেটেট ও লতিফ মিউনিপিপ্যাল স্কুলের ৩টি মাঠ। নারীদের জন্য নির্ধারিত মাঠগুলো পুরো প্যান্ডেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত ১২
এছাড়া সারা শহরের সড়কে সড়কে শোভা পাচ্ছে ব্যানার ও ফেস্টুন। আজহারীকে স্বাগত জানাতে তৈরী হয়েছে বিশাল বিশাল তোড়ন। সারা শহরকে মাহফিলের আওতায় আনতে লাগানো হয়েছে চার শতাধিক মাইক। তৈরি করা হয়েছে দেড় হাজার অস্থায়ী টয়লেট। নির্মাণ করা হয়েছে অজুখানা যেখানে একসাথে কয়েক হাজার মানুষ ওজু করতে পারবেন।

পটুয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, মাহফিলকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। বরিশাল থেকে রির্জাভ ফোর্স এসে জেলা পুলিশকে সহযোগিতা করছে। এছাড়া র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে সহযোগিতা করছে। সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে এ আয়োজনটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            