জেলা প্রতিনিধি: নড়াইল জেলায় বৃষ্টি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: পঞ্চগড়ে কমছে না শীতের দাপট
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার শিমুলিয়া গ্রামে ওই নারীর শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানায়, শুক্রবার বিকেলে একমাত্র সন্তানকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বৃষ্টি। সন্ধ্যার দিকে সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। বাড়ির কাছাকাছি এসে স্ত্রী-সন্তানকে বাড়ি চলে যেতে বলে চা পান করার জন্য স্থানীয় একটি দোকানে যান লিয়ন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
এদিকে বাড়ি পৌঁছানোর কিছু সময় পর পরিবারের লোকজন বৃষ্টিকে নিজ শয়ন কক্ষে শাড়ি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে স্বামী ও এলাকার লোকজন সেখানে উপস্থিত হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            