সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক 

জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশকালে তাদের আটক করা হয়। এ সময় আটক রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন শিশু এবং বাকি ৫০ জন প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ।

আরও পড়ুন: আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

স্থানীয়রা জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। এর পরে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকালে তাদেরকে আটক করে। এ সময় অনুপ্রবেশকারীদের আটক করা গেলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে তাদের সহায়তাকারী দালাল চক্র।

মো. শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা নাগরিক জানান, ৮ লাখ টাকার বিনিময়ে দালাল চক্রের সদস্যরা রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে আমাদের পাঠিয়েছে। দালালরা টাকা নেওয়ার পরে বাস টার্মিনাল থেকে গাড়ি দিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর সময় আমাদের আটক করা হয়।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, আটককৃত ৮১ রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, সকালে ৩টি পৃথক অভিযানে এ সকল রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান। এই জন্য তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা