জেলা প্রতিনিধি: দীর্ঘ ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু দীর্ঘ সময় এ নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় ৩ শতাধিকেরও বেশি পণ্যবাহী ট্রাক পারাপারে জন্য অপেক্ষমাণ রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে আজও শ্রমিক অবরোধ
তার আগে গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টায় নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ সময় দুর্ভোগে পড়েন মানিকগঞ্জের আরিচা ঘাট-পাবনার কাজিরহাট প্রান্তে আটকা পড়া ৩ শতাধিক পণবাহী ট্রাকের চালক ও সহযোগী শ্রমিকসহ যাত্রীরা।
এর পরে দুপুর ২টায় বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেন।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, যমুনা নদীর পানি অনেকটাই কমে যাওয়ায় গত ৩ মাস ধরেই আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল কিছুটা সমস্যা হচ্ছে। এতে মাঝে মধ্যে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। এ সময় দুর্ঘটনা এড়াতেই গত শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা
তিনি আরও বলেন, নৌপথের নাব্য স্বাভাবিক করতে বিআইডব্লিউটিএ নৌ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। নৌপথের চ্যানেলটি স্বাভাবিক হওয়ায় আজ দুপুর ১২টায় আমরা ফেরি চলাচল শুরু করেছি। এই নৌপথে মোট ৫টি ফেরি চলাচল করছে। তারপর দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় ৩ শতাধিকের বেশি আটকে পড়া পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            