মাহবুব চৌধুরী, (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কাটাখালী খাল সংস্কাররের দাবি জানিয়েছে শহরবাসী। এসময় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
আরও পড়ুন: গাজীপুরে আজও শ্রমিক অবরোধ
সোমবার (১১ নভেম্বর ) সকালে এস,বি ফজলুল হক রোড ১নং টুকু ব্রীজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী, শিক্ষক ছাত্র সহ নানা শ্রেণী পেশার মানুষ সংস্কাররের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন এ সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠান পরিচালনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহুরুল ইসলাম,সিনিয়র শিক্ষক আলা আমিন,বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় মেহেদী হাসান,শিক্ষক,কর্মচারীসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ বাসীর প্রাণের দাবি কাটাখালী নদী টি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই নদীটি অপরিষ্কার থাকার কারণে দুর্গন্ধ,মশা,মাছি,ডেঙ্গু মশা উৎপাদিত হচ্ছে এ কারণে অনেক সাধারণ মানুষ এবং অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। সিরাজগঞ্জবাসীদের কে অনুরোধ জানায় এই কাটাখালি নদীতে কেউ ময়লা আবর্জনা ফেলবেন না। এই কাটাখালি নদী সংস্কার করে সিরাজগঞ্জের শহরের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে পরিস্কার পরিচ্ছন্ন সিরাজগঞ্জ শহর গড়ে তুলি।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            