খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে মাদক মামলার পলাতক আসামিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : প্রেমের টানে বাংলাদেশে শ্রীলঙ্কার যুবক
আটককৃত মোঃ নুরুন্নবী (৩৬) রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ধন মিয়ার ছেলে।
শুক্রবার (৮ নভেম্বর) জেলা পুলিশের এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগা পাড়া হতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে তাকে মাদকসহ আটক করা হয়েছে।
আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানিক চৌকস একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ৯নং পৌর ওয়ার্ডের দারাগো পাড়ায় আবুল বশরের ভাড়া বাসা থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ ১,১৯০/- (এক হাজার একশত নব্বাই) টাকা সহ ১০ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করে রামগড় থানা পুলিশ।
খাগড়াছড়ির পুলিশ সুপার জনাব আরেফিন জুয়েল জানান, দশটি মাদক মামলার সে পলাতক আসামি। গতরাতে ইয়াবাসব তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসমির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী এ অভিযান অব্যহত থাকবে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            