জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত যুবক
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টায় উপজেলার রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালীন সময়ে হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি রিয়াজ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ছাত্রলীগের সভাপতি রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            