জেলা প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভা গেটের সামনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে আহতদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার রুটের ৮ বিশেষ ট্রেন
আহতরা হলো- ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রবের ছেলে মো. কবির কাজী (৪০), রাজাপুর ৫ নম্বর ওয়ার্ডের মো. মনিরের ছেলে মো. রুবেল (২৭) ও একই ওয়ার্ডের আলী হোসেনের ছেলে মো. আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে ২ জন মোটরসাইকেল আরোহী ভোলা সদর-চরফ্যাশন উপজেলার দিকে যাচ্ছিলেন। এরপর একই সময়ে চরফ্যাশন উপজেলা-বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের দিকে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা আসছিলো। এ সময় তাদের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা ১ যাত্রী গুরুতর আহত হন। এর পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লাগবে না নতুন ভোটারের আঙুলের ছাপ
ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. মামুন জানান, শনিবার সকালে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন গুরুতর ভাবে আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালক পলাতক রয়েছেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            