জেলা প্রতিনিধি: নাটোর জেলার হালতি বিলে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে হত্যা
মৃত ব্যক্তিরা হলো, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে মো. মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান (৩০)।
নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে হালতি বিলের নলডাঙ্গা অংশের ভেতর নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান মোমিন হোসেন। এরপর সকালের কোনো এক সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও ১ জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
নওগাঁর আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহাবুদ্দীন জানান, শুক্রবার ভোরে হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান মো. রায়হান। এর পরে সকাল ৮টায় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানতে পারি। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সান নিউজ/এমএইচ