জেলা প্রতিনিধি: আগামী (৮-৩১ অক্টোবর) পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ভ্রমণ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রোববার (৬ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, সাম্প্রতি খাগড়াছড়িতে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পর্যন্ত খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের না আসতে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাঙামাটির জেলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সময়ের মধ্যে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আহ্বান করা হলো। এ সময় পর্যটকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আশা করছি দ্রুতই এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এর পরে পর্যটকরা রাঙামাটি ভ্রমণ করতে পারবেন।
সান নিউজ/এমএইচ