জেলা প্রতিনিধি: ফেনী জেলার ফুলগাজীর বদরপুর ও পরশুরামের গুথুমা এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আট জেলায় বন্যার আভাস
মৃত শিশুরা হলেন- ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর কোলাপাড়া এলাকার নাসিম উদ্দিনের মেয়ে নাদিহা আক্তার নুপুর (১৫ মাস) ও পরশুরামের গুথুমা এলাকার আলী আহমদের ছেলে মেহেরাজ হোসেন তাছিম (২)।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে যাওয়া নাদিহা আক্তার নুপুর পরিবারের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
আরও পড়ুন: মেহেরপুরে স্বর্ণসহ আটক ২
অপরদিকে সকাল ৯টায় পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় পুকুরের পানিতে ডুবে মেহেরাজ হোসেন তাছিমের মৃত্যু হয়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            