জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন ১টি মসজিদের সিঁড়ি থেকে ২টি শটগান, ১৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় উদ্ধার হওয়া ২টি শটগানের মধ্যে ১টি খুবই অত্যাধুনিক বলে জানায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৫
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীরা জানায়, রোববার ভোর সাড়ে ৬টায় মসজিদের সিঁড়িতে ২টি অস্ত্র ও গুলি দেখতে পায় স্থানীয় কয়েকজন মুসল্লি। এর পরে তারা এই বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে সেই গুলো উদ্ধার করেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রোববার সকাল ৭টায় আমাদের কাছে খবর আসে যে, নির্মাণাধীন একটি মসজিদে কে বা কাহারা অস্ত্র ও গুলি রেখে রেখে যায়। এরপর আমরা গিয়ে অস্ত্রগুলো জব্দ করি। এর পরে আমরা একটি তালিকা করে ঘটনাস্থল থেকে ২টি শটগান, ১৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করে নিয়ে আসি। এ সময় উদ্ধানকৃত শটগান ২টির মধ্যে অত্যাধুনিক ১টি শটগান রয়েছে। তারপর পুলিশ লাইন থেকে ১জন অস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এসে এটা যাচাই করা হয়েছে।
আরও পড়ুন: জালে মাছের বদলে এলো গ্রেনেড
তিনি আরও জানান, এই অস্ত্রগুলো পুলিশের লুট হওয়া বা অন্য কোনো অস্ত্র কিনা সেটি এখন বলা যাচ্ছে না। সবল কিছু যাচাই করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            