জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে ইব্রাহিম মিয়া (১৭) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিহতের বাবা গোলাম মোস্তফা উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বেড়েছে পদ্মার পানি
নিহত কিশোর, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদ পুর ইউনিয়নের মালদহ গ্রামের গোলাম মোস্তফা উদ্দিনের ছেলে।
স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার ইব্রাহিম মিয়া তার বাবার সাথে পাশের গ্রাম ভিটা পাড়ায় নিজেদের ধান ক্ষেতে কৃষি কাজ করছিল। এমন এব সময় বৃষ্টিপাতের সথে দুপুরে হঠাৎ বিকট শব্দে মাঠে বজ্রপাত হয়। এই বজ্রপাতে বাবা ও ছেলে ২ জনই গুরুতর ভাবে আহত হয়। এর পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত গোলাম উদ্দিনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুই কয়েদির মারামারি, নিহত ১
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাওহীদুল ইসলাম তাওহীদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            