ভাসানচরের কাছে ট্রলার ডুবিতে দুজনের মৃত্যু
সারাদেশ

ভাসানচরের কাছে ট্রলার ডুবিতে দুজনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবিতে ২ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। তবে নয়জন জেলে জীবিত উদ্ধার হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চর ঈশ্বর ইউনিয়নের ভাসানচরের পূর্ব-দক্ষিণে বৈরী আবহাওয়ায় ট্রলারটি ডুবে যায়।

মৃত দুই শিশু-কিশোর হলো চরকিং ইউনিয়নের রহমত উল্লার ছেলে মো. ইনসাস আহাদ (১৬) ও চর ঈশ্বর ইউনিয়নের মো. ফারুকের ছেলে মো. রাজিব (১২)। দুজনই জেলেদের সহকারী হিসেবে সাগরে গিয়েছিল বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মৃত দুই শিশু-কিশোর ও জীবিত উদ্ধার হওয়া জেলেদের নিয়ে অন্য জেলেরা হাতিয়ার মূল ভূখণ্ডে ফিরে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির মাছ ধরার একটি ট্রলারে নয়জন জেলে দুই শিশু-কিশোরকে সঙ্গে নিয়ে মেঘনা নদী ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সন্ধ্যা সাতটার দিকে ভাসানচরের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে হঠাৎ দমকা হাওয়ায় ট্রলারটি উল্টে ডুবে যায়।

সূত্র জানায়, ট্রলারটি ডুবে যাওয়ার পর আশপাশের এলাকায় মাছ ধরতে থাকা অন্য জেলেরা তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। তাঁরা নয়জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ইনসাস আহাদ ও রাজিব নিখোঁজ থাকে। আজ ভোরের দিকে সাগরে তাদের লাশ ভেসে উঠলে উদ্ধার করেন জেলেরা। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা দুজনের লাশ ও জীবিত উদ্ধার করা জেলেদের নিয়ে হাতিয়ার বাংলাবাজার ঘাটে পৌঁছান।

মাছ ধরা ট্রলারে শিশু-কিশোরদের ব্যবহার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে হাতিয়ার নলচিরাঘাটের নৌ পুলিশের পরিদর্শক মো. একরাম বলেন, নিষেধ করলে জেলেদের কেউই শোনেন না। শুধু শিশু-কিশোরই নয়, এখানকার কোনো কোনো নৌকায় দুধের শিশুকে নিয়ে নদীতে মাছ ধরতে দেখা যান জেলেরা। আজ সকালে বাংলাবাজার ঘাটে নদীতে এমন এক নারীকে দেখে তিনি নিজ থেকে শিশুর জন্য কিছু খাবার কিনে দিয়েছেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা