শিমুলিয়ায় চলছে ৬ ফেরি, নেই কোন চাপ
সারাদেশ

শিমুলিয়ায় চলছে ৬ ফেরি, নেই কোন চাপ

নিজস্ব প্রতিবেদক:

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নাব্যতা সংকট পুরোপুরি নিরসন না হলেও চ্যানেল দিয়ে গত কয়েকদিন ধরে পাঁচ-ছয়টি ফেরি স্বাভাবিকভাবেই চলাচল করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ওই রুটে তিনটি কে-টাইপ, দু’টি মিডিয়াম ও কর্ণফুলী নামের একটি ছোট ফেরি চলাচল করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র এ তথ্য জানায়।

এর আগে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে নাব্যতা সংকট থাকার কারণে কিছুদিন ফেরি চলাচল বন্ধ ছিল। বিকল্প চ্যানেল দিয়ে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় ওই চ্যানেল দিয়েও ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। আগের চ্যানেলটিতে খনন কাজ চালিয়ে ছোট আকারের ফেরিগুলো চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বন্ধ রয়েছে রো রো ও ডাম্প ফেরি চলাচল।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চ্যানেলটি দিয়ে রো রো ও ডাম্প ফেরি চলাচলের মতো উপযোগী এখনো হয়নি।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই নিয়মিত চলাচল করছে কে-টাইপ ও মিডিয়াম ফেরি। ফলে নৌরুটে আগের মতো পরিবহনের তেমন চাপ নেই। ঘাট এলাকায় অর্ধশতাধিক পণ্যবাহী পরিবহন রয়েছে। এছাড়া যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িগুলোকে ঘাটে আটকে থাকতে হচ্ছে না। স্বাভাবিকভাবেই পারাপার করা হচ্ছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারি ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, সকাল থেকে ৬টি ফেরি চলছে। এর মধ্যে কর্ণফুলী নামে ছোট একটি ফেরি বৃহস্পতিবার সকাল থেকে চলাচল শুরু করেছে। তবে সন্ধ্যার পর সব ফেরি চলাচল আগের মতো বন্ধ থাকছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা