জেলা প্রতিনিধি : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন হয়েছে।
আরও পড়ুন : জাতীয় মৎস্য পদক বিতরণ
বুধবার সকালে জেলা পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচীর উদ্ধোধন করেন, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। আলোচনা সভা শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে ৩ মৎস্যজীবিকে পুরস্কৃত করা হয়। এছাড়া অবমুক্ত করা হয় মাছের পোনা।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্সকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস, ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ। অনুষ্ঠানে মৎস্যজীবী, জেলে ও মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
আরও পড়ুন : চালু হচ্ছে সকল সামাজিক মাধ্যম
এ সময় মাছ চাষীরা কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো সমাধানে মৎস্য বিভাগের করণীয় বিষয়ে পরামর্শ দেন উপস্থিত মাছ চাষিরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ে মাছ চাষে সাফল্য অর্জন করায় তিনজন মাছ চাষীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে মাছের পোনা অবমুক্তকরণ, মাছ চাষের উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
সান নিউজ/এমআর