জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে ট্রেনে কাটা পড়ে আব্দুস সামিম (৪৫) নামে ১জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) ভোর রাতে নাচোলের কালইর রেল ক্রসিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পিকআপ উল্টে যুবক নিহত
স্থানীয় ও আমনুরা জিআরপি পুলিশ জানায়, আমনুরা-রহনপুরগামী মহানন্দা ট্রেনে আনুমানিক রাত দেড়টা-২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শুক্রবার ভোর রাত ২টার দিকে নিজ ঘর থেকে বের হয়ে রেল লাইনের পাশে হাঁটহাটি করছিলেন তিনি। এই সময় রাজশাহী-রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এরপর স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            