জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
আরও পড়ুন: নিষিদ্ধ জালে মাছ ধরায় ৫ জেলে আটক
রোববার (২৬ মে) সকাল ৮টায় পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অনি রানী রংপুরের কাউনিয়া উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
আরও পড়ুন: মোংলায় যাত্রী নিয়ে ট্রলারডুবি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে সিটি করপোরেশনের ময়লার একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়ি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            