মাদারীপুরের ডাসার উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির মায়ের দূর সম্পর্কের ফুপা খাবারের প্রলোভন দেখিয়ে এই পৈশাচিক ঘটনা ঘটায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ডাসার থানাধীন বালিগ্রাম ইউনিয়নের সোনামহিরপাড়া (আটিপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটিকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কুকরাইল গ্রামের ওই শিশুটি তার মা শারমিন বেগমের সঙ্গে ডাসারের সোনামহিরপাড়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় শিশুটির মায়ের দূর সম্পর্কের ফুপা হোসেন খান (৪৫) তাকে খাবারের প্রলোভন দেখান। একপর্যায়ে কৌশলে শিশুটিকে নিজের ঘরের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
শিশুটির চিৎকার শুনতে পেয়ে তার মা শারমিন বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্ত হোসেন খানের ঘর থেকে শিশুটিকে রক্তাক্ত ও আতঙ্কিত অবস্থায় উদ্ধার করেন। অভিযুক্ত হোসেন খান ওই এলাকার হাবি খানের ছেলে।
ঘটনার পরপরই স্বজনরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ ইতিমধ্যেই ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছে। পরিবার আইনের দ্বারস্থ হতে চাইলে পুলিশ প্রশাসন তাদের পূর্ণ আইনি সহযোগিতা নিশ্চিত করবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ও শিশুটির স্বজনরা।
সাননিউজ/আরআরপি