আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেসে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক লিটন দাস।
প্রথম টি-টোয়েন্টিতে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন শরীফুল ইসলাম। নাসুম আহমেদের সঙ্গে আছেন রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম।
সাননিউজ/আরপি