অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা পরে এসে মুসলিম নারীদের ধর্মীয় পোশাককে অবমাননার অভিযোগে উগ্র-ডানপন্থি নারী সিনেটর পওলিন হানসনকে সাত কর্মদিবসের জন্য বহিষ্কার করেছে দেশটির সিনেট। প্রকাশ্যে বোরকা নিষিদ্ধ করার ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি এ আচরণ করেন, যা নিন্দার ঝড় তোলে।
বোরকা নিষিদ্ধ করার একটি বিল উত্থাপনের উদ্যোগ নেন হানসন। কিন্তু বিল ব্যর্থ হওয়ায় তিনি প্রতিবাদের অংশ হিসেবে পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেন এবং পরে নিজেই এটি খুলে ফেলেন। এতে তার বিরুদ্ধে মুসলিম আইনপ্রণেতারা বর্ণবাদ ও ইসলামবিদ্বেষের অভিযোগ তোলেন।
এ ঘটনায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং বলেন, “সিনেটর হানসনের বিদ্বেষপূর্ণ কাজ আমাদের সমাজের বন্ধনকে ছিন্নভিন্ন করেছে। আমি বিশ্বাস করি, তার এই আচরণ অস্ট্রেলিয়াকে আন্তর্জাতিকভাবে দুর্বল করেছে। তার কাজের খারাপ পরিণতি অন্যান্যদেরও ভোগ করতে হবে। হানসনের এ কাজ ইসলাম ধর্মে বিশ্বাসপালনকারী প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ানকে অপমান করেছে। পার্লামেন্টে কোনো মানুষের প্রতি এমন অসম্মানজনক আচরণ আমি আগে দেখিনি।”
এ বিষয়ে সিনেটর হানসন তার কাজের পক্ষে সাফাই গেয়ে বলেন, “আপনি যদি ব্যাংক বা অন্য কোনো স্থানে হেলমেট পরে যান এবং তা খুলতে বলা হয়, তাহলে বোরকা কেন ব্যতিক্রম হবে?”
তিনি আরও যুক্তি দেন যে পার্লামেন্টে কোনো ড্রেসকোড না থাকায় “আমি যে পোশাক পরি, সেটা আমার স্বাধীনতা”।
সাননিউজ/আরপি