জেলা প্রতিনিধি : তিন দিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে প্রতি কেজি পেঁয়াজে ৬-৭ টাকা পর্যন্ত কমেছে। ফলে পেঁয়াজ নিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মধ্যে।
আরও পড়ুন: বেড়েছে পেঁয়াজ-মুরগির দাম
গত ৩দিন আগেও বিক্রি হয়েছিল ৬০-৬২ টাকা দরে। ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে যা আগে বিক্রি হয়েছিল ৫৪-৫৬ টাকা দরে।
বুধবার (১১ অক্টোবর) এক ব্যবসায়ীরা বলেন, ক্রেতা সংকট এবং পেঁয়াজ আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম।
শরিফুল ইসলাম নামে একজন পেঁয়াজ পাইকার জানান, আমি বগুড়া থেকে পেঁয়াজ পাইকারি কিনতে আসছি। সপ্তাহে ৩-৪দিন হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ পাইকারি কিনে বগুড়াতে বিক্রি করে থাকি।
আরও পড়ুন: সয়াবিন তেল কিনবে সরকার
গত সপ্তাহের থেকে এ সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যার জন্য ব্যবসা করে কিছুটা স্বস্তি পাচ্ছি। দাম কমার কারনে ১০ মেট্রিকটন পেঁয়াজ কিনছি।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা সব সময় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে।
বর্তমানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। আগে ২০-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে, দাম অনেকটাই কমেছে। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম অনেকটাই স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল পরিদর্শন
হিলি কাস্টমসের তথ্য সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভারতীয় ৪০ ট্রাকে ১১৮২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
সান নিউজ/এমএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            