চাল-সবজি-মাংসের অগ্নিমূল্যে দিশেহারা ক্রেতারা
বাণিজ্য

চাল-সবজি-মাংসের অগ্নিমূল্যে দিশেহারা ক্রেতারা

হারুন উর রশিদ সোহেল, রংপুর থেকে:

ঈদ-উল আযহার পর বাজার কিছুটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করে চাল-সবজি এবং গরু-খাসির মাংসের মূল্য অস্বাভাবিক বেড়ে গেছে। এতে দিশেহারা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। তবে ডিমের মূল্য স্বাভাবিক থাকলেও ব্রয়লার মুরগির দাম কমেছে।

ব্যবসায়ীরা বলছেন, করোনা ও বন্যায় বাজারে কিছুটা দাম বেড়েছে। অন্যদিকে বাজারের অস্বাভাবিক দরপতনে মাঠে নেই ভোক্তা অধিদপ্তর।

সরেজমিনে নগরীর সিটি বাজার, স্টেশন বাজার, মাহিগঞ্জ, লালবাগ, সাতমাথা, সিও বাজার, মডার্ন মোড়, তামপাটসহ বিভিন্ন বাজারে গেলে বিক্রেতারা দাবি করেন, দীর্ঘমেয়াদি বন্যায় সারাদেশে সবজির উৎপাদন কমে গেছে। যার প্রভাবে গত সপ্তাহের তুলনায় বাজারে আলু, পটল, বেগুন, বরবটি, ঢেঁড়স, ঝিঙ্গা, করলা, পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির মূল্য বড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষার কারণে মান ও বাজারভেদে কেজিপ্রতি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪৫ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, পটল ৪০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৪৫ টাকা, কচুরমূখি ৫০ টাকা, কাকরোল ৪৫ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, দুধকুষি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা হলেও দেশি পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। কাঁচামরিচের কেজি লাফিয়ে লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ থেকে ২০০ টাকা।

মাংসের মধ্যে প্রতি কেজি গরুর মাংস ৫৮০ টাকা ও খাসির মাংস ৮০০ টাকায় উঠেছে। কয়েকদিন আগে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির দাম কমে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হওয়ায় ক্রেতারা কিছুটা স্বস্তিতে আছেন। তবে ঈদের পর থেকে বাজারে ডিমের মূল্য স্বাভাবিক রয়েছে। প্রতি ১০০ ডিম ৮০০ টাকায় কিনে ৩৪ টাকা হালিতে বিক্রি করছেন বিক্রেতারা।

সিটি বাজারের চাল ব্যবসায়ী গুলসান আহমেদ ও হাজী বেলাল হোসেন বলেন, বাজারে মোটা চাল আসছে কম। বর্তমানে হাইব্রিড ও গুটি স্বর্ণা দুই হাজার টাকা বস্তায় (৫০ কেজি) বিক্রি হচ্ছে। তবে এখন সরবরাহ বন্ধ রয়েছে। চিকন চালের মধ্যে বিআর ২৮ দুই হাজার ৪০০ টাকা, বিআর ২৯ দুই হাজার ২০০ টাকা, কাটারিভোগ দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৬০০ টাকা ও নাজিরশাইল দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগে বস্তাপ্রতি মূল্য কিছুটা কম ছিল। এখন বেড়েছে। আসলে বন্যার কারণে চাল সরবরাহ কমে গেছে।

সবজি ব্যবসায়ী শাকিল ও ওয়ারেজ মিয়া বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকেও সবজির দাম অনেকটা কম ছিল। কয়েকদিন ধরে দাম বাড়ছেই। এখন বর্ষা ও বন্যার সময়। সব সবজির পচনটা তাড়াতাড়ি হয়। বেশিরভাগ সবজির মৌসুমও শেষ। কাজেই সহসা দাম কমার সম্ভাবনা খুব কম।

কয়েকজন ক্রেতা বলেন, ‘আসলে বেশিরভাগ পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনার সময়ে হাতের অবস্থাও ভালো নয়। এর সঙ্গে পাল্লা দিয়ে পণ্যমূল্য বাড়ছে। সাধারণ জনগণের নাভিশ্বাস ওঠার উপক্রম। সরকারের নীতিনির্ধারকরা খেয়াল রাখলে সাধারণ ও নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হবেন।’

জাতীয় ভোক্তা অধিদপ্তর, রংপুরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, ‘বাজারে মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করি। ব্যবসায়ীদের সর্তক করা ছাড়াও জরিমানা করি। হঠাৎ করে সবজির মূল্য বাড়ার খবর পেয়েছি। দ্রুত বাজার মনিটরিংয়ে মাঠে নামবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

আলফাডাঙ্গা কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয়...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা