ছবি : সংগৃহিত
বাণিজ্য

সুপারির খোলে ১৩ পণ্য

সান নিউজ ডেস্ক : কক্সবাজারের অব্যবহার্য সুপারি গাছের ডাল বা খোল দিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন তৈজসপত্র তৈরির মাধ্যমে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন টেকনাফের তরুণ উদ্যেক্তা সিরাজুল কবির হিরো।

আরও পড়ুন : তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ড্যানিশ রাষ্ট্রদূত

সোমবার (১৩ ফেব্রুয়ারি) টেকনাফের শামলাপুরে সুপারির খোল দিয়ে প্লেট, বাটি, কৌটাসহ ১৩ ধরণের পণ্য তৈরি হতে দেখা যায়।

বিভিন্ন নকশার এসব পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের সর্বত্র সরবরাহের পাশাপাশি যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও।

সিরাজুল কবির হিরো জানান, ‘এই উদ্যোগ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সংখ্যা বাড়াতে কাজ করছি আমি। এলাকায় এমন উদ্যোগের কারণে বেড়েছে কর্মসংস্থান। এরই মধ্যে স্বাবলম্বী হতে শুরু করেছেন অনেকে। আবার বাগান মালিকরাও সুপারির খোল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।’

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তরুণ উদ্যোক্তা আরও বলেন, ‘প্লাস্টিক পণ্য আমাদের পরিবেশের ক্ষতি করছে। এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। ২ থেকে ৩ বছর ধরে চিন্তা ভাবনা করে আমার মাথায় আসলো প্লাস্টিকের বিকল্প হিসেবে সুপারির খোল বা ডাল দিয়ে তৈজসপত্র তৈরি করা যায় কিনা। সে চিন্তা থেকে একটি এনজিওর সহায়তায় নিজ গ্রামে কাজ শুরু করি।

পরে সুপারির খোলে তৈরি প্লেট, বাটি ও কৌটার চাহিদা দ্রুত বেড়ে যায়। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন স্থান ছাড়াও বিদেশ থেকে অর্ডার পাচ্ছি। পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।’

এক বাগান মালিক জানান, ‘আগে সুপারি গাছের খোলগুলো ভিটে বাড়ির আশেপাশে পড়ে থাকতো। এখন বিভিন্ন পণ্য তৈরির জন্য আমাদের কাছ থেকে এসব ডাল কিনে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছি আমরা।’

আরও পড়ুন : জ্বালানি তেলের দাম কমল!

অপর আরেক বাগান মালিকের বক্তব্য, ‘শুনতেছি সুপারির খোল দিয়ে বাসন ও প্লেট-বাটি তৈরি হচ্ছে। এতে আমাদের জন্য ভালো হয়েছে। এগুলো বিক্রি করে আমরা ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে পারবো।’

শ্রমিক ইউসুফ জানান, ‘গ্রামগঞ্জের বিভিন্ন সুপারি বাগানে গিয়ে সুপারি গাছের ডাল সংগ্রহ করে বাজারে এবং বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করি। এতে আমরা লাভবান হচ্ছি। আগে হাতে কোনো কাজ না থাকলে বসে থাকতে হতো। কিন্তু এখন এই কাজটি শুরু হওয়ার পর থেকে বসে থাকতে হয় না। সুপারির ডাল বা খোল এনে দিলেই মেলে টাকা।’

এ বিষয়ে কক্সবাজার জেলার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, ‘প্লাস্টিক পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর। প্লাস্টিক পঁচনশীল নয় বলে পরিবেশ হুমকির মুখে।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাম্পেইন শুরু

প্লাস্টিকের বিকল্প হিসেবে সুপারি খোল দিয়ে পণ্য তৈরি অবশ্যই একটি ভালো উদ্যোগ। তবে ব্যবহারের আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি স্বাস্থ্যসম্মত কিনা তা নিশ্চিত হতে হবে।’

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা