পতন ঠেকালো বিমা
বাণিজ্য

এবার পতন ঠেকালো বিমা

সান নিউজ ডেস্ক: অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম বৃদ্ধির মাধ্যমে মঙ্গলবার (১ মার্চ) দেশের শেয়ারবাজারের লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত তা অব্যাহত থাকেনি।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)দিনের লেনদেন শেষে যে কয়টি প্রতিষ্ঠান দাম বৃদ্ধির তালিকায় স্থান করে নিয়েছে, দাম কমার তালিকায় স্থান হয়েছে তার থেকে বেশি। এরপরও ঊর্ধ্বমুখী থেকেছে সূচক।

মূলত বেশিরভাগ বিমা কোম্পানি দাম বাড়ার ধারা ধরে রাখায় পতনের হাত থেকে কোনো রকমে রক্ষা পেয়েছে শেয়ারবাজার।

এদিন শেয়ারমার্কেটের লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়।

শুরুর এই বড় উত্থান প্রবণতা অব্যাহত থাকে লেনদেনের প্রথম ঘণ্টাজুড়েই। ফলে প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইর প্রধান মল্যসূচক ৭৭ পয়েন্ট বেড়ে যায়।

বিনিয়োগকারীরা প্রত্যাশা করছিলেন দিন শেষে সূচকের বড় উত্থান দেখা যাবে। কিন্তু প্রথম ঘণ্টার লেনদেন শেষ হওয়ার পর বদলাতে থাকে চিত্র। দাম বাড়ার তালিকা থেকে পতনের তালিকায় নাম লেখাতে থাকে একের পর এক প্রতিষ্ঠান।

ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রথমে পতনের তালিকায় আসতে শুরু করে। পরবর্তীকালে বস্ত্র, প্রকৌশলসহ প্রায় সবকটি খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমতে থাকে।

বিমা কোম্পানিগুলো এ পরিস্থিতিতেও দাম বাড়ার ধারা ধরে রাখে। ফলে তালিকাভুক্ত ৫৩টি বিমা কোম্পানির মধ্যে দিনের লেনদেন শেষে ৪৫টি দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে দরপতনের তালিকায় স্থান করে নেয় ৭টি বিমা কোম্পানি।

সিংহভাগ বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দিনের লেনদেন এতে ডিএসইতে ১৬৩টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৮টির এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এরপরও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে ২ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৯১ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৩০ কোটি ১ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৯০ লাখ টাকা।

আরও পড়ুন: বিমা হয়রানি বন্ধ করতে হবে

বেক্সিমকোর শেয়ার ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ১১৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২য় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ওরিয়ন ফার্মা ২৭ কোটি ৯২ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে ৩য় স্থানে রয়েছে।

আরও পড়ুন: গণমাধ্যমকর্মী আইন সংশোধন হবে

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফরচুন সুজ, সোনালী পেপার, কেয়া কসমেটিকস, ইউনিয়ন ব্যাংক, ড্রাগোন সোয়েটার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং সোনালী পেপার।

আরও পড়ুন: গণমাধ্যমকর্মী আইন সংশোধন হবে

অপর শেয়ারমার্কেট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৭৮ পয়েন্ট। বাজারটিতে ২৯ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছে । লেনদেনে অংশ নেওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

"আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাই" : ট্রাম্পের দাবির তাৎপর্য

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নতুন...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা