বাণিজ্য

ফুলের কদর কমি গেছে বাহে

আমিরুল হক, নীলফামারী: ‘কোনোঠেও প্রেম ভালোবাসার উৎসব মোর চোখত পড়েনি, ক্যান করি মানষে ফুল কিনবে, করোনাত কারো মনত শান্তি নাই। এ্যালা স্কুল-কলেজও তো বন্ধ। তাই ফুলের কদরও কমি গেছে বাহে।’

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে নীলফামারীর ফুল ব্যবসায়ী জুবায়ের আলম এভাবে হতাশার কথা জানাচ্ছিলেন। অথচ প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন ফুল ব্যবাসায়ীরা। কিন্তু এবার মুখে হাসি নেই জেলার ফুল ব্যবসায়ীদের। সারাদিন এসব ফুলের দোকানগুলো ছিল ক্রেতাশূন্য। ফলে চরম লোকসানের আশঙ্কায় ফুল ব্যবসায়ীরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, নীলফামারী জেলায় ২০টির মতো ফুলের দোকান রয়েছে। এর মধ্যে নীলফামারী ও সৈয়দপুর শহরে রয়েছে ১৪টি। এসব দোকানে দেশি ও থাই গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্ল্যাডিউলাস, জারবেরা ফুলের পসরা সাজিয়ে বসে আছে ব্যবসায়ীরা।

প্রতিটি দেশি গোলাপ ২০-৩০ টাকা, থাই গোলাপ ৪০-৫০ টাকা, গ্ল্যাডিউলাস ২০-২৫ টাকা, রজনীগন্ধা ১২-১৫ টাকা, জারবেরা ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিবছর বসন্ত ও ভালোবাসা দিবসে ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় প্রায় দ্বিগুণ।

কিন্তু এ বছর ফুলের দোকগুলোতে ক্রেতা তেমন চোখে পড়েনি। বেচা কেনা হয়নি তেমন। অনেক দোকনগুলোতে নানা রঙের সাজসাজ্জা দিয়ে ফুলের পসরা সাজিয়ে অলস সময় পার করছিলেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিলেন রেজা কিবরিয়া

পাপন ফুল বিতানের মালিক মবিনুল ইসলাম এ্যাপোলো জানান, এবার বেচাকেনা অনেক কম। সেটা আমরা আগেই আঁচ করতে পেরেছিলাম। তাই ফুল কম উঠিয়েছি। তবুও রেহাই হলো না। যেখানে গত বছর প্রতি দোকানদার এক থেকে দেড় লাখ টাকা করে ব্যবসা করেছি। সেখানে এবার অনেকর লাভের চেয়ে ক্ষতি হবে।

অস্থায়ী ফুল বিক্রেতা সুধীর কুমার বলেন, আগে ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে ফুল বিক্রি করে ভালোই লাভ হতো। তবে গত দুই বছর ধরে ব্যবসায় মন্দা। ভাবছিলাম এবার হয়তো ভালো লাভ হবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও মানুষের আর্থিক অবস্থায় ভালো না থাকায় ক্রেতা আসছে না। মনে হচ্ছে অন্যান্য বছরের চেয়ে এবার লাভ আরো কম হবে।

আরও পড়ুন: দেশবিরোধী বিএনপিকে পরাস্ত করা হবে

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মন্ডল জানান, নীলফামারীর মাটি ফুল চাষাবাদের জন্য উপযোগি। ইতিমধ্যে ফুলের ব্যবসায়ী ও আগ্রহী চাষীদের নিয়ে গাইবান্ধার বিভিন্ন ফুলের বাগান পরিদর্শন করা হয়েছে। এরপর ক্ষুদ্র আকারে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় ফুল চাষাবাদ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ফুল চাষাবাদে উদ্যোক্তা তৈরিতে সকল ধরনের সুযোগ-সুবিধা দিতে কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্প হাতে নেবে। এতে ফুলের স্থানীয় ব্যবসায়ীদের বাইরে থেকে আমদানী নির্ভরতা কমবে। এখানকার ফুল রপ্তানি হবে দেশের বিভিন্ন জেলাগুলোতে। ফলে ফুল চাষী ও ব্যবসায়ী উভয়ে ক্ষতি পুশিয়ে লাভের মুখ দেখবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা