ফাইল ফটো
বাণিজ্য

নিবন্ধনের আওতায় আসছে ই-কমার্স

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক প্রতারণা ঠেকাতে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী নিবন্ধিত না হয়ে ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। নিবন্ধিত প্রতিষ্ঠান ‘ইউনিক বিজনেস আইডেন্টিটিফিকেশন নম্বর’ পাবে। এ নম্বর যাচাইয়ের মাধ্যমে গ্রাহক সঠিক প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেল মহাপরিচালক মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে নিবন্ধনের দরকার হবে, দ্রুতই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ই-কমার্স খাত নিয়ে আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে এই খাত আরও সুশৃঙ্খলভাবে চলতে পারবে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা সহজ হবে।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ই-ক্যাবের সহ-সভাপতি ও ই-কমার্স উদ্যোক্তা মোহাম্মদ সাহাব উদ্দিন। তিনি বলেন, উদ্যোগটা খুবই ভালো। এটার খুব দরকার ছিল। ট্রেড লাইসেন্স না থাকা প্রতিষ্ঠানও নিবন্ধনের সুযোগ পাবে। এতে নিবন্ধন প্রক্রিয়ায় উদ্যোক্তাদের তেমন সমস্যায় পড়তে হবে না। তবে সত্যতা যাচাই-বাছাইয়ে সকল তথ্য নেওয়া হবে।

নিবন্ধন ও আইডি নম্বরের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সচিব মুহাম্মদ সাঈদ আলী। তিনি বলেন, ই-কমার্স নিয়ে ব্যবসা করতে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর এসব আবেদন যাচাই করে নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে। নিবন্ধনের সময়ে ওইসব প্রতিষ্ঠানকে দেওয়া হবে ইউনিক বিজনেস আইডেন্টিটিফিকেশন নম্বর। নম্বরটি যে কোনও ডিজিটের হতে পারে। এই নম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটসহ সবখানে প্রকাশ করবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা