বাণিজ্য
গাবতলী হাট

গরু আছে, নেই ক্রেতা

জাহিদ রাকিব

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সমানতালে বেড়েই চলছে। এদিকে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। এর মধ্যেই ট্রাকে করে কোরবানির জন্য গরু নিয়ে রাজধানীতে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। হাট ঘুরে দেখা যায় হাটের প্রতিটি শেডে গরু আছে, তবে নেই কোন ক্রেতা।

রোববার (১১ জুলাই) গাবতলী গরুর হাটে গিয়ে দেখা গেছে, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বেপারীরা গরু নিয়ে আসছেন। তবে তাদের কাউকে হাসি মুখে দেখা যায়নি, সব বেপারীর চোখে-মুখে হতাশার ছাপ। হাটে বেচা-কেনা নেই বললেই চলে। হাটে ক্রেতার উপস্থিতি হাতেগোনা কয়েকজন।

কুষ্টিয়া থেকে আটটি গরু নিয়ে সাতদিন আগে গাবতালী হাটে আসেন মহিদুল ইসলাম। একটি গরুও বিক্রি হয়নি বলে জানান তিনি। মহিদুল বলেন, গত বছর এ সময়ে তাদের প্রায় ১০টি গরু বিক্রি হয়েছিল। আর এবার আটটি গরু নিয়ে আসলেও এখন পর্যন্ত একটিও বিক্রি হয়নি।

মানিকগঞ্জ থেকে তারা ব্যাপারী ১৬টি গরু নিয়ে আসেন গাবতলী হাটে। তিনি বলেন, আমার গরুর দাম এক লাখ ২০ হাজার টাকা, আর ক্রেতারা বলছে ৭০ হাজার, কেউ বলছে ৭৫ হাজার। এইভাবে যদি হাটে ক্রেতার উপস্থিতি না থাকে তাহলে আমরা গ্রামে ফিরে যেতে পারবো না। এখানে প্রতিদিন খরচ ৫০০ টাকা। কিভাবে কি করবো বোঝে ওঠতে পারছি না।

কুষ্টিয়ার রামকৃষ্ণপুর থেকে ১৩টি গরু নিয়ে আসেন টিপু সুলতান। প্রতিদিন এই গরুগুলোর পিছনে ৩ জন লোক লাগে, আর গরুর খাওয়া-দাওয়াসহ প্রতিদিন খরচ হচ্ছে ৫ হাজার টাকা। তিনদিন আগে আসলেও হাটে কিন্তু কোন ক্রেতার দেখা পাননি তিনি।

টঙ্গীর তুরাগ এলাকা থেকে ষাটোর্ধ্ব আলী হোসেন নামের একজন গাবতলী হাটে আসছেন গরু কিনতে। আলী হোসেন বলেন, গতবারের তুলনায় হাটে এবার গরুর দাম কম। স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, হাটে প্রবেশের সময় হাট কর্তৃপক্ষ তাদের হ্যান্ডস্যানিট্রাইজার দিয়ে দিছে।

হাটের বেচা-কেনা নিয়ে কথা হয় হাট ইজারাদার কমিটির সদস্য সানোয়ার মিয়ার সাথে। সানোয়ার মিয়া ৩২ বছর যাবত এই হাটের সাথে জড়িত। গাবতলী হাটের এমন চিত্র তিনি দেখেন নাই কখনো। তার দাবি করোনার এই দুই বছর বেচা-কেনা অর্ধেকেরও কম।

সানোয়ার বলেন, গত বছর করোনায় আমাদের সিটি করপোরেশনে ইজারা দেয়ার টাকা ওঠেনি। হাট পরিচালনার জন্য আমাদের এখানে প্রতিদিন ৮০ জনের অধিক লোক কাজ করে। এই বছর যদি বেচা-কেনা না হয় তাহলে আমাদের ব্যাপক লোকসান হবে।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

আমানত ও রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা