বাণিজ্য

ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু ২৭ মে

নিজস্ব প্রতিবেদক: ফলের রাজা আম পরিবহনে আগামী ২৭ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’। আম ছাড়াও রাজশাহী অঞ্চলের সব প্রকার শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিপণ্য এবং রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহন করা হবে এই ট্রেনে।

সোমবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এই তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ।

মিহির কান্তি গুহ বলেন, আগামী ২৭ মে থেকে চলাচল শুরু করবে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এর আগে ২৫ মে এই ট্রেন চালুর কথা ছিল। কিন্তু সেইভাবে আম নামতে শুরু না করায় ট্রেনযাত্রা দুদিন পেছানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে, গত বছরের মতো এবারও ‘ম্যাংগো স্পেশাল’ নামে ট্রেনটি রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে সাতদিনই চলাচল করবে। প্রতিদিন বেলা ২টায় ট্রেনটি রহনপুর থেকে ছেড়ে আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় ছেড়ে ট্রেনটি আমনুরা বাইপাস ও কাঁকনহাট হয়ে রাজশাহীতে পৌঁছাবে।

রাজশাহী স্টেশন থেকে এই ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বিকেল ৫টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টায়। ওই ট্রেনটি আবার রাত ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছাড়বে এবং রহনপুর পৌঁছবে দুপুর ১টায়। প্রতিটি ৪৩ টন ধারণ ক্ষমতার পাঁচটি ওয়াগনে এই ট্রেনে আম পরিবহন হবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাওয়ার পথে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানি ও আব্দুলপুর বাইপাস স্টেশনে থামবে। এসব স্থানে আমসহ পার্সেল পণ্য ট্রেনে তোলা হবে।

আর পণ্য নামানো যাবে টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুর স্টেশনে। ফেরার পথে ট্রেনটি তেজগাঁও, টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চাটমোহর এবং রাজশাহী স্টেশনে থামবে। তবে যাত্রাপথে কোথাও সাধারণ যাত্রী এ ট্রেনে তোলা হবে না।

গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আম নিয়ে যায় ঢাকায়। ওই বছরের জুনে ৫৯৮ টন এবং জুলাইয়ে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করে বিশেষ এই ট্রেন। এতে রেলের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা। এ বছর আশানুরূপ সাড়া মিলবে বলে ধারণা করছে রেল কর্তৃপক্ষ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

আলফাডাঙ্গা কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয়...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা