বাণিজ্য

ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু ২৭ মে

নিজস্ব প্রতিবেদক: ফলের রাজা আম পরিবহনে আগামী ২৭ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’। আম ছাড়াও রাজশাহী অঞ্চলের সব প্রকার শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিপণ্য এবং রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহন করা হবে এই ট্রেনে।

সোমবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এই তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ।

মিহির কান্তি গুহ বলেন, আগামী ২৭ মে থেকে চলাচল শুরু করবে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এর আগে ২৫ মে এই ট্রেন চালুর কথা ছিল। কিন্তু সেইভাবে আম নামতে শুরু না করায় ট্রেনযাত্রা দুদিন পেছানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে, গত বছরের মতো এবারও ‘ম্যাংগো স্পেশাল’ নামে ট্রেনটি রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে সাতদিনই চলাচল করবে। প্রতিদিন বেলা ২টায় ট্রেনটি রহনপুর থেকে ছেড়ে আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় ছেড়ে ট্রেনটি আমনুরা বাইপাস ও কাঁকনহাট হয়ে রাজশাহীতে পৌঁছাবে।

রাজশাহী স্টেশন থেকে এই ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বিকেল ৫টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টায়। ওই ট্রেনটি আবার রাত ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছাড়বে এবং রহনপুর পৌঁছবে দুপুর ১টায়। প্রতিটি ৪৩ টন ধারণ ক্ষমতার পাঁচটি ওয়াগনে এই ট্রেনে আম পরিবহন হবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাওয়ার পথে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানি ও আব্দুলপুর বাইপাস স্টেশনে থামবে। এসব স্থানে আমসহ পার্সেল পণ্য ট্রেনে তোলা হবে।

আর পণ্য নামানো যাবে টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুর স্টেশনে। ফেরার পথে ট্রেনটি তেজগাঁও, টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চাটমোহর এবং রাজশাহী স্টেশনে থামবে। তবে যাত্রাপথে কোথাও সাধারণ যাত্রী এ ট্রেনে তোলা হবে না।

গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আম নিয়ে যায় ঢাকায়। ওই বছরের জুনে ৫৯৮ টন এবং জুলাইয়ে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করে বিশেষ এই ট্রেন। এতে রেলের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা। এ বছর আশানুরূপ সাড়া মিলবে বলে ধারণা করছে রেল কর্তৃপক্ষ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি...

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের 'আক্রমণ ও আগ্রাসনের' নিন্দা জা...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

দুর্ব্যবহারের কারণে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা