বাণিজ্য

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে রফতানিপণ্য বহুমুখীকরণে ৪ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : রফতানিপণ্য বহুমুখীকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যে ৪টি প্রযুক্তিকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়।

বিশ্বব্যাংকের সহায়তা ৩১৮ কোটি টাকা এবং সরকারি কোষাগার থেকে ১৩২ কোটি টাকাসহ মোট সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিকমানের এ প্রকল্পের অধীনে এসব কেন্দ্র নির্মাণ করা হবে। এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০ একর জমি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) চট্টগ্রামের মিরসরাইয়ে ইসিফোরজে প্রকল্পের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে এ জমি বুঝে নিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব ড. মো. জাফরউদ্দিন।

ইসিফোরজে প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বেজার যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিশ্বমানের টেকনোলজি সেন্টার নির্মাণের জন্য বেজার কাছ থেকে ১০ একর জমি বুঝে পাওয়া গেল।

বঙ্গবন্ধু হাই-টেক সিটি কর্তৃপক্ষ ইসিফোরজে প্রকল্পের কাছে ৪ দশমিক শূন্য ৪ একর জমি হস্তান্তর করেছে। বাকি জমিও পাওয়া যাবে। তৈরি পোশাক শিল্পের বাইরে চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক গুডস এবং হালকা ইঞ্জিনিয়ারিং এ চার পণ্যে রফতানির সম্ভাবনা বেশি রয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।

বাণিজ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে অভীষ্ট লক্ষ্য বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ২০৩০, সরকারের ভিশন তথা ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জনে ভূমিকা রাখতে সক্ষম হব।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা