নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আজ নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩
মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত চলতি এপ্রিল মাসের সৌদি সিপি অনুযায়ী, এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বুধবার (৩ এপ্রিল) দুপর ২টায় ঘোষণা করা হবে।
আরও পড়ুন: ঢাকাসহ ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
উল্লেখ্য, গত ৩ মার্চ টানা ৮ বারের মতো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১৪৮২ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া গত ২ জানুয়ারি ২৯ টাকা বাড়িয়ে ১৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
সান নিউজ/এনজে