ছবি: সংগৃহীত
জাতীয়

লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানী সাভারে জ্বালানি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ হেলাল হাওলাদার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লরি উল্টে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ২

মৃত হেলাল বরগুনা সদর উপজেলার ছোটগরিচন্না গ্রামের জয়নুউদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা অষ্টম

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় আইল্যান্ডে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। এ সময় লরিটিতে আগুন ধরে যায়। এ আগুনে পেছনে আটকে থাকা ৪টি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়।

এতে সিমেন্টবাহী একটি ট্রাকের হেলপার ইকবাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দগ্ধ আরও ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

আরও পড়ুন: চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দগ্ধরা হলেন- মিম (১০), আল-আমিন (৩৫), নিরঞ্জন রায় (৪৫), মিলন মোল্লা (২২), ট্রাকের হেলপার সাকিব (২৪), ট্রাকের ড্রাইভার হেলাল হাওলাদার (৩০) ও তরমুজ ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫)।

তাদের মধ্যে ৬ জনই ছিলেন তরমুজবাহী ট্রাকে। ট্রাকটি বরগুনা থেকে গাজীপুরে যাচ্ছিল। তাদের মধ্যে নজরুল ইসলাম ও হেলাল হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চিকিৎসকরা জানান, শিশু মিমসহ দুজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টা খুলনা বিভাগসহ রাজশাহী, রংপু...

বিক্রি হচ্ছে না ছাগলের চামড়া, ফুটপাতে ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা

ছাগলের চামড়া বিক্রি না হওয়ায়, ফুটপাতে ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানী ও আশপা...

ঢাকায় সিঙ্গাপুর দল

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে ঢাকায় এসেছে সিঙ্গাপুর দল। বাংলাদেশের...

ভালোবাসার কোনো প্রজন্ম হয় না: শুভশ্রী

ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত নতুন ছবি ‘গৃহপ্রবেশ’–এ অভিনয় কর...

সিঙ্গাপুর ম‍্যাচ দিয়ে অবসরের প্রশ্নে বিরক্ত জামাল

সিঙ্গাপুর ম‍্যাচ শেষে কি অবসরে যাচ্ছেন জামাল ভূঁইয়া! মুদ্রার উল্টোপিঠ ইদা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা