তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই বেশ জনপ্রিয়। তাই ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে আসছে।
আরও পড়ুন: ইশারায় কাজ করবে কম্পিউটার
হোয়াটসঅ্যাপ কিছুদিন আগেই উন্মুক্ত করেছে চ্যানেল ফিচার। এবার আইওএস ব্যবহারকারীদের জন্য একটি নতুন ভার্সন এনেছে। যেখানে অ্যাপটিতে আরও সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ব্যবহারকারীরা অনেকদিন থেকেই চ্যাট ডিজাইন পরিবর্তন করার প্রত্যাশার কথা বলছিলেন। তাই হোয়াটসঅ্যাপ নতুন রূপে নিয়ে এসেছে চ্যাটের সেটআপ। যেখানে নীল রঙের বদলে এখন চ্যাট হবে সবুজ রঙের। তাছাড়া এডিট অপশনের বদলে থাকছে ৩ টে ড্যাশ আইকন। এছাড়াও অফিস, পরিবার ইত্যাদিকে আলাদা করার জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ফিল্টার অপশন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এখনও ইন্টারফেসে কিছু পরিবর্তন করা হয়নি। শুধু বাটনের ধরণ পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ আরও কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মোদির ঝড়
হোয়াটসঅ্যাপের এই আপডেট এখনই সবাই উপভোগ করতে পারবে না। প্রাথমিক ভাবে কয়েক সপ্তাহের মধ্যেই সকল আইফোন ব্যবহারকারী ও বিটা ভার্সন ব্যবহারকরীরা নতুন এই বৈশিষ্ট্যগুলো উপভোগ করতে পারবেন। পরবর্তীতে সকল ব্যবহারকারী এই ফিচার উপভোগ করতে পারবে।
এছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যানেল ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট খুব সহজেই জানতে পারছেন। এই ফিচার অনেকটাই ইনস্টাগ্রামের মত। এখানে শুধু চ্যাটের জায়গা থাকছে ফলোয়ার্স বটন। ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্যক্তি, স্পোর্টস, সিনেমা ইত্যাদি বিষয় সম্পর্কে আপডেট থাকতে পারছে।
সান নিউজ/এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            