স্পোর্টস ডেস্ক: প্রায় ৫ বছর ধরে ওয়ানডেতে অলরাউন্ডারের শীর্ষস্থানে রাজত্ব করেন সাকিব আল হাসান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী যেন হঠাৎই সেই রাজত্ব নিজের দখলে নিয়ে নিলেন।
আরও পড়ুন: কুমিল্লার বিশাল জয়
গত বুধবারের আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, ৩১৪ রেটিং নিয়ে নবী এখন শীর্ষে রয়েছেন। ৩১০ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব।
আরেক আফগান অলরাউন্ডার রশিদ খানের কাছ থেকে ২০১৯ সালের ৭ মে শীর্ষস্থান দখলে নেন সাকিব। তার রাজত্ব স্থায়ী ছিল ১ হাজার ৭৩৯ দিন। ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের নিরবচ্ছিন্ন দীর্ঘতম সময় এটি। সাম্প্রতিক সিরিজগুলোতে সাকিবের ইনজুরি, অপরদিকে শ্রীলঙ্কা সিরিজে নবীর দারুণ পারফর্ম্যান্স নিয়ে এসেছে এই পরিবর্তন।
আরও পড়ুন: সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৬ রানের অপরাজেয় ইনিংস উপহার দিয়েছেন নবী। সেই সাথে নিয়েছেন একটি উইকেটও, যার ফলস্বরূপ নিজেকে আসীন করেছেন অলরাউন্ডারের এক নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়েও পিছিয়ে নেই তিনি, এগিয়েছেন সাত ধাপ।
২৮৮ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে সিকান্দার রাজা। র্যাঙ্কিংয়ে কেশব মহারাজ তার বোলিং দিয়ে এবারও তার শীর্ষস্থান দখলে রাখতে পেরেছেন ওয়ানডেতে। লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এগিয়েছেন ১৪ ধাপ, তার র্যাঙ্কিং ২৬। ওয়ানডেতে ব্যাটাসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন বাবর আজম। চারিথ আসালাঙ্কা এগিয়েছেন ৫ ধাপ, আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার র্যাঙ্কিং এখন ১৫তে। পাথুম নিসাঙ্কা উঠে এসেছেন ১৮তে, এক লাফে তিনি পাড়ি দিয়েছেন ১০ ধাপ। সিরিজ ওপেনার নেমে হাঁকান ডাবল সেঞ্চুরিও!
সান নিউজ/এসআর/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            