স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মত যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে, শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ।
আরও পড়ুন: হার দিয়ে সিরিজ শুরু
আরব আমিরাতের ইনিংসে ধস নামান ৩ পেসার মারুফ মৃধা, ইকবাল হোসেন ও রোহনাত দৌলা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফ। আর্যাংশ শর্মা ও অক্ষত রাইকে প্যাভিলিয়নে ফেরান তিনি। মারুফের পর রোহনাত শিকার করেন তানিশ সুরি, ইথান ডি’সুজা ও আইয়ান আফজাল খানকে।
বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে এক পর্যায়ে ৪৫ রানে প্রথম ৫ উইকেট হারায় আমিরাত।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
যাযিন রাই এবং আম্মার বাদামিকে ফেরান ইকবাল। আরব আমিরাতের প্রথম ৭ উইকেটের সবকটিই শিকার করেন বাংলাদেশের পেসাররা। অফ স্পিনার শেখ পারভেজ হার্দিক রাইকে ফেরালে ৮ম উইকেট হারায় তারা। প্রতিপক্ষের সর্বশেষ উইকেটটিও শিকার করেন পারভেজ।
রোববার (১৭ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ১৪ রানে জিসান আলমকে হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন শিবলি ও রিজওয়ান। এই ২ ব্যাটারের ব্যাট থেকে আসে ১২৫ রান। এরপর আরিফুল ইসলামের সাথে আশিকুরের আরেকটি হাফসেঞ্চুরির জুটি হলে ২০০ অতিক্রম করে বাংলাদেশের স্কোর।
আরও পড়ুন: সাকিবের বার্ষিক আয় কত
ফিফটি হাঁকিয়ে এর পরের বলেই প্যাভিলিয়নে ফেরেন আরিফুল। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব ২ জনেই অল্প সময়ের ব্যবধানে আউট হলে কিছুটা চাপে পড়ে যুবারা। তবে শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করেন তিনি। তাতেও বাংলাদেশের পুঁজি হয় ২৮২ রানের।
সান নিউজ/এসকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            