ছবি-সংগৃহীত
খেলা

প্রটিয়াদের হারিয়ে সিরিজ টাইগারদের

স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলকে হারালো বাংলাদেশের যুবারা। পাশাপাশি পাঁচ ম্যাচ সিরিজের ৩টিতে জিতে ট্রফিও ঘরে তুলেছে স্বাগতিকরা।

আরও পড়ুন : বিসিবি’র নতুন কিউরেটর হেমিং

সোমবার (১৭ জুলাই) সিরিজের পঞ্চম ওয়ানডেতে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।

সিরিজের প্রথম চার ম্যাচ শেষে ২-২ এ সমতায় ছিল দুই দল। তাই সিরিজের শেষ ম্যাচটা ছিল অঘোষিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় তুলে নিল জুনিয়র টাইগাররা। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-২ এ সিরিজ জিতল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

আরও পড়ুন : মেসিকে বরণ করে নিলো মায়ামি

২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে ফেলে বাংলাদেশ। ফলে সহজ জয়ের পথেই এগোচ্ছিল স্বাগতিকরা। সেটিই হুট করে পরিণত হয় ৭ উইকেটে ১৮৯ রানে। তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন দলের সেট ব্যাটার আরিফুল (৮১ বলে ৭১ রান)।

এরপর ক্রিজে নামেন নতুন দুই ব্যাটার অধিনায়ক মাহফুজুর রহমান ও রাফি উজ্জামান। দুজনের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে পার করে নিরাপদেই।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই স্বাগতিকদের আটসাট বোলিংয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। পেসার রিজান হোসেনের তোপে ১৮ রানেই ২ উইকেট হারায় প্রটিয়া যুবারা, রাফি এসে তাদের পরিণত করেন ৪৯ রানে ৩ উইকেটে।

আরও পড়ুন : টাইগারদের সিরিজ জয়

এরপর টিগার ও রিচার্ড সেলেস্টওয়ানের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ৫২ রান। সেলেস্টওয়ানকে ফিরিয়ে সে জুটি ভাঙেন আরিফুল। অধিনায়ক জুয়ান জেমসকে নিয়ে পঞ্চম উইকেটে আরও ৪৪ রান তোলেন টিগার। সে জুটি ভাঙে টিগারের উইকেটেই, রোহানাত দৌলার বলে ক্যাচ দেন তিনি।

রোহানাত, রাফি ও মাহফুজুর রাব্বি এরপর আঘাত করেন নিয়মিত বিরতিতে। ৬৫ রান তুলতে শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের ২ বল বাকি থাকতেই অলআউট তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসে একমাত্র ফিফটিটি করেছেন ডেভিড টিগার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন অধিনায়ক রাব্বি। এছাড়া রিজানের ঝুলিতে পরে ২ উইকেট। রোহানাত ও রাফিও নেন দুটি করে উইকেট।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা