সংগৃহীত
খেলা
আশরাফুলের প্রত্যাশা

টেস্ট-ওয়ানডের রেকর্ডও ভাঙবে লিটন

স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৮ বলে অর্ধশতক হাঁকান লিটন দাস। এর মাধ্যমে ১৬ বছর আগের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন আশরাফুল। যা ছিলো বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। এই রেকর্ড এখন লিটনের দখলে।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

লিটনের কছে নিজের রেকর্ড হারালেও তার এই অর্জনে উচ্ছ্বসিত আশরাফুল, তিনি আশা করেন বাকি দুই ফরম্যাটের রেকর্ডও ভেঙে ফেলবেন লিটন।

আশরাফুল বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুটি রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। সে যেভাবে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি।’

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন জাতীয় দলের সাবেক এই তারকা ব্যাটার।

তিনি বলেন, ‘রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখা আনন্দের ব্যাপার। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। প্রথমবারেই আমারটা ছিল বিশ্বরেকর্ড। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। লিটন সেই অর্জন নতুন করে পেয়েছে দেখে ভালো লাগছে।’

আরও পড়ুন : ঈদে ইত্যাদিতে একঝাঁক নারী খেলোয়ার

সাবেক এই টাইগার ব্যাটার আরও বলেন, লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে সে অসাধারণ খেলছে। সব ফরম্যাটেই ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন হাই স্ট্রাইক রেটে খেলছে বাকি দুই ফরম্যাটেও। আমরা সেটাই দেখতে চাই।

আশরাফুল বলেন, লিটন যখন ভালো খেলে তার ব্যাটিং দেখতে মজা লাগে। সে ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব তার এই ধারাবাহিকতা বজায় থাকবে।

আরও পড়ুন : এক মাইল দৌড়ালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফর্ম নিয়ে তিনি বলেন, ‘তারা অসাধারণ খেলছে। বছর শুরুর আগেই সাকিব বলেছিল ২০২৩ সালে সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলব। যার প্রমাণ আমরা দিচ্ছি। আসলেই তারা এ বছর চমৎকার ক্রিকেট খেলছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা