ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

চ্যাম্পিয়নদের আটকে দিল ভারত

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শনিবার (২৯ জানুয়ারি) অ্যান্টিগার কুলিজ ক্রিকেট মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণে ৩৭ ওভার ১ বলে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল ও ৫ উইকেট হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় যুবারা।

১১২ রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারত। দলীয় শূন্য রানে ভারতম শিবিরে আঘাত হেনে কিছুটা রোমাঞ্চ তৈরি করেন তানজিম হাসান সাকিব। হারুন সিংকে তিনি তুলে নেন। পরে বাংলাদেশকে তেমন সুযোগ না দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ তোলেন আঙ্কিশ রাঘবানশি ও শেখ রাশেদ। ওপেনার রাঘবানশি ৪৪ করে রিপন মন্ডলের বলে আউট হন। আর রাশেদ ২৬ করে রিপনের দ্বিতীয় শিকারে পরিণত হন।

এই জুটি ভাঙলে পর দ্রুত আরও কিছু উইকেট হারায় ভারত। তবে অধিনায়ক যশ ধুলের অপরাজিত ব্যাটিং নৈপূণ্যে জয় সহজ হয় দলটির। ধুল ২০ এবং কৌশল তাম্বে ১১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলার রিপন একাই ৪ উইকেট নিয়েছেন। সাকিব নেন ১ উইকেট।

এদিকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টিম বাংলাদেশ। আসা-যাওয়ার মিছিলে ৫৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। টেলএন্ডার ব্যাটার মেহেরব হোসেন ৩০ রান করায় দলীয় সংগ্রহ কোনোরকম একশ পার করে।

মেহেরব ৪৮ বলে ৬ চারে ৩০ রান করে আঙ্কিশ রাঘবানশির বলে আউট হন। এছাড়া আইচ মোল্লা ১৭ ও আশিকুর জামান ১৬ রান করেন। দলের হয়ে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত থেকে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ভারতীয় পেসার রবি কুমার ৩টি উইকেট পেয়েছে। ভিকি ওস্তওয়াল ২টি উইকেট দখল করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা