খেলা

বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ২৫৮/৫ 

স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের সেঞ্চুরিতে তারা ভালো অবস্থানে ছিল। পরে বাংলাদেশের পেসাররা ভালো বোলিং করেছেন। পেসারদের সফলতায়ই ম্যাচে ফিরে বাংলাদেশ।

শনিবার (১ জানুয়ারি) বে ওভালে শুরু ক্রিকেট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড দলীয় ১ রানে শরীফুলের বলে অধিনায়ক টম ল্যাথামকে হারালেও দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়াং।

সেঞ্চুরিয়ান কনওয়ে (১২২) আউট হয়েছেন পার্টটাইম স্পিনার মুমিনুল হকের একটি নীরিহ বলে খোঁচা মেরে। ৫৩ রানে ২ উইকেট নিয়েছেন তরুণ পেসার শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ উইকেট পাননি। শেষ বেলায় এবাদত হোসেনের বলে টম ব্লান্ডেল বোল্ড হতেই খেলার ইতি টানা হয়।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন, আমরা সমানে সমানে লড়াই করে গিয়েছি। প্রথম ঘণ্টায় আমরা ছিলাম দুর্দান্ত। বেশ কয়েকবার ওদের পরাস্ত করেছি, সুযোগ সৃষ্টি করেছি। অন্য কোনোদিন হলে হয়তো সুযোগ আরও বেশি পেতাম। পরে ডেভন কনওয়ে খুব ভালো খেলেছে। তবে সব মিলিয়ে ৫ উইকেটে ২৫০ রান (আসলে ২৫৮) করেছে ওরা। আমার কাছে এই অবস্থাকে সমান-সমানই মনে হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ছেলেরা আজ যেভাবে লড়াই করেছে আমি গর্বিত। ফাস্ট বোলাররা এগিয়ে এসেছে। মিরাজ একপ্রান্ত থেকে আটকে রেখেছিল, যা কিনা অপর প্রান্ত থেকে ফাস্ট বোলারদের সাহায্য করেছে।’

ওটিস গিবসন বলেন, ‘আমরা সুইং করানো নিয়ে কাজ করেছি। আজ সবাই সুইং করানোর চেষ্টা করেছে। বাংলাদেশে ওরা ব্যাক অব দ্য লেংথে বল করে বেশি। কারণ সেখানে তেমন সুইং থাকে না। আজ আরও বেশি উইকেট পেতে পারতাম। কিন্তু বুঝতে হবে আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

আসামীকে নির্যাতনের দায়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ 

মাদারীপুরের রাজৈরে ইলিয়াছ খালাসী নামের এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা