খেলা

পাকিস্তানের সামনে অভিজ্ঞ নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত পাকিস্তানের প্রতিপক্ষ আজ নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট ছিলো নিউজিল্যান্ড। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করার জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে এমনটাই মনে করছেন কিউইদের অভিজ্ঞ ক্রিকেটার গাপটিল।

আজ রাত ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উড়তে থাকা পাকিস্তানের বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে হবে কিউইদের। তবে অন্য দলগুলোকেও বেশ সমীহ করছে নিউজিল্যান্ড। গাপটিল বলেন, ‘দুটি দল রয়েছে যাদের বিপক্ষে আমরা কখনো খেলিনি। স্কটল্যান্ডের বিপক্ষেও অনেক দিন হলো আমরা খেলিনি। কঠিন গ্রুপে পড়েছি আমরা। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

ভারতকে হারিয়ে এই মুহূর্তে মানসিকভাবে বেশ চাঙ্গা পাকিস্তান। অধিনায়ক বাবর আজম সাফ জানিয়ে দিয়েছেন, এ কেবল শুরু। নতুন বলে শাহীন শাহ আফ্রিদির সুইং সক্ষমতা ভারতের বিপক্ষেই টের পাওয়া গেছে। হারিস রউফ ও হাসান আলীরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন গত ম্যাচে। লেগ স্পিনার শাদাব খান ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও আভাস দিচ্ছেন দারুণ কিছুর।

এমন শক্তিশালী বোলিং লাইনআপের সঙ্গী হয়েছে বাবর, রিজওয়ানদের দারুণ ছন্দ। ব্যাটসম্যানদের দলে আরও আছেন তারকা ফখর জামান। দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে সক্ষম। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে বেশ শক্ত প্রতিপক্ষ পাকিস্তান।

এদিকে অভিজ্ঞ সব ক্রিকেটারে ঠাঁসা নিউজিল্যান্ড দল। ব্যাটিংয়ে গাপটিল উইলিয়ামসনরা যেমন বড় নাম, তেমনি বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা পরীক্ষিত পারফর্মার। লেগ স্পিনার ইস সোধিও আছেন দলে। এছাড়াও আছেন বেশ কয়েকজন অলরাউন্ডার। সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়েই বিশ্বকাপে এসেছে ব্ল্যাকক্যাপসরা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ৫ বারের দেখায় জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানেরই। দুটি হারের বিপরীতে তিনটি জয় তাদের। তবে সর্বশেষ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ২২ রানে হেরেছিলো পাকিস্তান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা